এইচএসসি ফলাফল এবং মার্কসীট সিট কিভাবে দেখতে হয় অনেকেই আমরা জানিনা। অথচ অনলাইনে খুব সহজেই আপনি আপনার কিংবা অন্যের ফলাফল বা রেজাল্ট চেক করতে পারবেন। নিচে দেয়া নিদের্শনা অনুযায়ী আপনি পেতে পারেন আপনার কাঙখিত রেজাল্ট।
অবশেষে এইচএসসি ফলাফল প্রকাশিত হল। যারা ফলাফল পেয়েছেন তারা মার্কসীটসহ ডাউনলোড করুন।
আপনার রেজাল্ট দেখতে প্রথমে Examination এর জায়গায় সাবজেক্ট এ আপনার বিভাগ যেমন :- মানবিক, বাণিজ্য কিংবা বিজ্ঞান বিভগ বা অন্যন্য দিন।
পাশের সাল অর্থাৱ Year এ সাল সিলেক্ট করতে হবে। যেমন : ২০২২
Board : বোর্ডের জায়গায় যে বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করতে হবে । যেমন ঢাকা বোড, দিনাজপুর বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড ইত্যাদি।
সর্বশেষ পরীক্ষায় যে এডমিড কার্ডে রোল নম্বর এবং রেজি নম্বর দেয়া আছে সেটি দিয়ে পুরণ করে submit এ ক্লিক করলে ফলাফল এবং মার্কসীট বেরিয়ে আসবে।