সরকার অনুমোদিত
বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র (বিটিটিডিসি)
আব্দুর রহিম সুপার মার্কেট (২য়তলা), বাহাদুর বাজার, দিনাজপুর।
স্মারক নং-৫৬.০৬.০০০০.১০১.২০.০০৩.২২.৩৮০ তারিখ : ২১ মে ২০২২ (৭ জ্যৈষ্ঠ ১৪২৯)
নিয়োগ বিজ্ঞপ্তি
আপনি কি চাকুরি খুঁজছেন? বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র (বিটিটিডিসি) এর সহযোগিতায় নিম্নবর্ণিত দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এমপিওভুক্ত ১০০টি স্কুল ও কলেজে পারটাইম/ফুলটাইম “কম্পিউটার ল্যাব অপারেটর”/ “ কম্পিউটার ল্যাব কো-অর্ডিনেটর” হিসেবে নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
ক্রমিক নং | পদের নাম ও সংখ্যা | বেতন স্কেল ভাতা সহ মোট বেতন | বয়স সীমা ন্যূনতম | শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বিশেষ যোগ্যতা |
০১ | কম্পিউটার ল্যাব অপারেটর ১০০ জন |
আলোচনা সাপেক্ষে | অনুর্ধব ৩৫ বছর | (ক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ কলেজ থেকে স্মাতক CSE/CS/IT সমতুল্য বিষয়ে ন্যূনতম স্মাতক বা ডিপ্লোমা ডিগ্রি পাশ। (খ) যে কোন বিষয়ে ৩/৪ বছরের ডিপ্লোমা পাশ। (গ) অভিজ্ঞতা সম্পন্নদের জন্য নূন্যতম এইচএসসি পাশ |
উক্ত পদে সরাসরি নিয়োগে ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল স্তরে নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/সমমান GPA/CGPA(GPA>=2.00 এবং CGPA 4.00 এর স্কেলে CGPA>2.25 এবং CGPA 5.00 এর স্কেলে CGPA>=3.00) থাকতে হবে।
০২। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারীর তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
০৩। মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে বাছাই করে নিয়োগ করা হবে।
০৪। আবেদনে উক্ত পদে প্রার্থীদেরকে ৩০০/- (তিনশত) টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লিমিমোড় বাহাদুর বাজার শাখায় “বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র” নামে ব্যাংক ড্রাফট করতে হবে।
০৫। বাছাইকৃত এবং মনোনীত ব্যক্তিদের কম্পিউটারের বিভিন্ন কাজ প্রোগ্রামিং সহ ৩ মাস প্রশিক্ষণ প্রদান করা হবে। যে সমস্ত প্রার্থীগণ পূর্ব থেকে অভিজ্ঞতা সম্পন্ন তাদের ৭-১৪ দিনের মধ্যে নিয়োগ দেয়া হবে।
০৬। মৌখিক পরীক্ষার সময় সকল মুল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে।
০৭। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৮। নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর শিক্ষানবিশকাল গণ্য করা হবে।
০৯। সকল প্রার্থীদেরকে অফিস চলাকালীন সময়ে আগামী ২৬/০৫/২০২২ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র এবং ২ কপি পাসপোট সাইজের ছবি সংযুক্ত করে ডাকযোগে/কিংবা কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে।
১০। BTTDC কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সূত্র : সাপ্তাহিক কর্মসন্ধান : তারিখ : ২১/০৫/২০২২ এবং দৈনিক আলোকিত দিনাজপুর। তারিখ : ২১/০৫/২০২২
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
মানব সম্পদ বিভাগ
বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র (বিটিটিডিসি)
আব্দুর রহিম সুপার মার্কেট (২য়তলা), বাহাদুর বাজার, দিনাজপুর।
বিস্তারিত তথ্য দেখুন……………………..