বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪| police.teletalk.com.bd

29 / 100

পুলিশ কনস্টেবল পদে ৩৬০০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি সরাসরি বাংলাদেশ পুলিশ কর্তৃক বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ পুলিশ
বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৮ জানুয়ারি ২০২৪
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ১টি
প্রকাশ সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃ সরকারি চাকরি
ক্যাটাগরিঃ ০১টি
শূন্যপদঃ ৩৬০০টি
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ ১৯ জানুয়ারি ২০২৪ইং
আবেদনের শেষ তারিখঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ইং
অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেখুন
আবেদন করার লিংকঃ এখানে চাপুন
Screenshot 2024 01 20 02 05 10 049 com.google.android.apps .docs edit
Screenshot 2024 01 20 02 06 53 810 com.google.android.apps .docs edit
Screenshot 2024 01 20 02 05 50 531 com.google.android.apps .docs edit
Screenshot 2024 01 20 02 06 29 055 com.google.android.apps .docs edit

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার 5

পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদন ২০২৪

প্রত্যেক প্রার্থীকে তার police constable job circular 2024 এর User ID ব্যবহার করে কমপক্ষে ৪০/- (চল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS Send করতে হবে;

প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC ABCDEF

Reply: Applicant’s Name, Forty taka (40/- ) will be charged as service charge for the application of TRC Recruitment Exam January 2024. Your PIN is…….. (10 digit). To pay service charge type TRC <space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TRC<space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;

Example: TRC YES 1234567890

Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam January 2024. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).

বয়সসীমা

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার এ যে সকল প্রার্থীর বয়স ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বর্ণিত বয়সসীমা ১৮ হতে ২০ বছর মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

পুলিশ কনস্টেবলে আবেদন যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার এ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান);

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);

শারীরিক মাপ

শারীরিক মাপ: পুরুষ

উচ্চতাঃ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার এ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি

বুকের মাপঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি

ওজনঃ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪  এ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে

 Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*