ওটি নার্স / মিডওয়াফারি মেটারনিটি কেয়ার হাসপাতাল

Welcome to Good Job BD www.goodjobbd.com  is website published job news and job circular, NGO job circular, goverment job circular, bank job circular, i am now published bank job circular for nursing job see now and apply now.

 

Vacancy

03

Job Responsibilities
  • প্রার্থীকে অবশ্যই ওটি এসিস্টে পারদর্শী হতে হবে ।
  • সময়মত ডিউটিতে হাজির হওয়া ও ডিউটি হ্যান্ডওভার নেওয়া ।
  • চার্টে ও হ্যান্ডওভারকালে উল্লেখিত নির্দেশ মোতাবেক ডিউটিতে থাকাকালীন সময়ে কাজ করা।
  • রোগীদের বিছানার পাশে গিয়ে তাদের সুবিধা/ অসুবিধা কথা জানা ও সহায়তার ব্যবস্থা নেওয়া ।
  • ডাক্তারদের রাউন্ড দেওয়ার সময় সাথে উপস্থিত থাকা ও নির্দেশগুলি বুঝে চার্টে তোলা এবং সেই মোতাবেক কাজ করা।
  • ভাইটাল সাইন/ ইনটেক আউটপুট চার্ট মনিটর করা ও সমস্যা অনুযায়ী ডাক্তারকে অবহিত করা।
  • ডাক্তার নির্দেশ মোতাবেক রোগীকে সময়মত খাওয়া, মেডিসিন, ইনজেকশন, স্যালাইন, রক্ত ইত্যাদি দেওয়া নিশ্চিত করা।
  • পর্যাপ্ত ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ আছে কিনা তা নিশ্চিত করা।
  • অক্সিজেন সিলিন্ডার সরবরাহের বিষয় নিশ্চিত করা।
  • আইভি বক্স ড্রেসিং ট্রলি ও ইমারজেন্সি ট্রলি সবসময় ব্যবহারের জন্য প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করা ।
  • ওয়ার্ডে রোগী ভর্তি, ছুটি, মৃত্যু ইত্যাদি তথ্য রেজিষ্টারে লিপিবদ্ধ করা ও মাসিক অথবা প্রয়োজনীয় সময়ে রিপোর্ট প্রদান করতে ইনচার্জকে সহায়তা করা ।
  • ওয়ার্ডে ব্যবহৃত সব যন্ত্রপাতি সচল রাখার ব্যবস্থা ও সাজিয়ে রাখা।
  • ওয়ার্ডের রোগীদের মেডিসিনের স্টক সংরক্ষন করা এবং নিয়মিত হিসাব প্রদান করা।
  • যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখা।
  • রোগিদের সেলাই ড্রেসিং করা।
  • ম্যানেজমেন্টের নির্দেশে যে কোন ইউনিটে দায়িত্ব পালন করা ।
Employment Status

Full-time

Educational Requirements
  • সার্টিফিকেট ইন মিডওয়াফারি কোর্স/ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা নার্সিং ট্রেনিং কোর্স সনদপ্রাপ্ত হতে হবে ।
Experience Requirements
  • At most 2 year(s)
  • The applicants should have experience in the following area(s):
    Midwife Nurse
Additional Requirements
  • Only females are allowed to apply
  • যে কোন হাসপাতাল বা নার্সিং হোমে নার্স হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে।
  • দম্পতিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ এবং পরিশ্রমী হতে হবে ।
Job Location

চট্টগ্রাম (সীতাকুন্ড)

Salary
    Negotiable
Compensation & Other Benefits
  • আবাসন সুবিধা: গ্যাস,বিদ্যুৎ সহ বিনামুল্যে থাকার সুবিধা।
  • ৬ মাস পরে চাকুরী স্থায়ী হবার পরে সংস্থার সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে ।

Job Source: bdjobs

Read Before Apply

*Photograph must be enclosed with the resume.

আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর ব্যবস্হাপনা পরিচালক মেটারনিটি কেয়ার হাসপাতাল, বায়তুশশরফ মসজিদের পিছনে, পোস্ট + থানা – সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম।এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে ।
অথবা
ই-মেইল: [email protected]
মোবাইলঃ ০১৮১৫-১২১৩৩৩।
Application Deadline : December 1, 2019
Company Information

মেটারনিটি কেয়ার হাসপাতালAddress : Behind Baitush Sharaf, Shitakund, Chattogram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.