বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০।বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব।সম্প্রতি বিমান বাহিনী অফিসার পদে নিয়োগ বিইগপ্তি প্রকাশ করছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
শিক্ষাগত যােগ্যতা:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান
জিডি(পি): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
জিডি(এন): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
ইঞ্জিনিয়ারিং: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
GCE ও এবং ও লেভেল
জিডি(পি): ও লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
জিডি(এন): ও লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
ইঞ্জিনিয়ারিং: ও লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি।
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
শারীরিক যোগ্যতাঃ
বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০১ জুলাই ২০২১ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
পুরুষ প্রার্থীদের জন্য
উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা: জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি।
অন্যান্য: কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকে মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: উচ্চতা অনুযায়ী।
চোখ: জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টশক্তি ৬/৬
ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
আবেদন করতে ভিজিট করুনঃ www.joinbangladeshairforce.mil.bd
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে www.goodjobbd.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে । বিমান বাহিনীতে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

আবেদন শেষ তারিখ: ২০ নভেম্বর থেকে ২৮ মার্চ
আবেদন নিয়ম: সরাসরি www.joinbangladeshairforcc.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২০
যোগদানের সম্ভাব্য তারিখ: ২৮ মার্চ ২০২১
আবেদন ফি: ২০০ টাকা

Bangladesh Biman Bahini Job Circular 2020
বাংলাদেশের বিমান ঘাটিঃ:
১।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি খাদেমুল বাশার, ঢাকা
২।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু, ঢাকা
৩।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হক, চট্টগ্রাম
৪।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি মতিউর রহমান, যশোর
৫।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল
৬।বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি কক্সবাজার
৭।মৌলভীবাজার রাডার ইউনিট
৮।বগুড়া রাডার ইউনিট
৯।তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট
১০।তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, সমশেরনগর
প্রশিক্ষণ কেন্দ্রঃ
১।বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমী, যশোর
২।ফ্লাইট ইনস্ট্রাক্টরস স্কুল (এফআইএস), বগুড়া
৩।কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইন্সটিটিউট (সিএসটিআই)
৪।ফ্লাইট সেফটি ইন্সটিটিউট (এফআইএস), ঢাকা
৫।অফিসারস ট্রেনিং স্কুল (ওটিএস), যশোর
৬।অ্যারোমেডিক্যাল ইন্সটিটিউট (এএমআই), কুর্মিটোলা, ঢাকা
৭।ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট (এফসিটিইউ), ঢাকা
৮।স্কুল অফ ফিজিক্যাল ফিটনেস (এসওপিএফ), কুর্মিটোলা, ঢাকা
৯।রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস), সমশেরনগর, মৌলভীবাজার
১০।ট্রেনিং উইং, পতেঙ্গা, চট্টগ্রাম
১১।মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভিং স্কুল, সমশেরনগর, মৌলভীবাজার
বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ,বিমান বাহিনী এমওডিসি নিয়োগ 2020,বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ ২০২০,বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ 2020,বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২০,বিমান বাহিনী এমওডিসি নিয়োগ,বিমান বাহিনী এমওডিসি কাজ কি,বিমান বাহিনী এমওডিসি,এমওডিসি বিমান বাহিনী,এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনী,বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি,বিমান বাহিনীর এমওডিসি পদের কাজ কি,বিমান বাহিনী এমওডিসি কি,বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি পদে নিয়োগ,বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি পদে নিয়োগ ২০২০,বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২০,বিমান বাহিনী modc নিয়োগ 2020,বাংলাদেশ বিমান বাহিনী modc নিয়োগ 2020, goodjobbd.com