সারাদেশে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর আলফা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “আলফা এইচ এন্ড ই ডেভেলেপমেন্ট লিঃ” একটি স্বাস্থ্যসেবা সহযোগি ঔষধ বিপণন, মার্কেটিং, বিক্রয় এবং স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে গ্রামীণ সাধারণ মানুষের রোগ পূর্ব গণসচেতনামুলক কার্যক্রম: গর্ভবতী মা, মা-শিশুদের স্বাস্থ্যসচেতনা বৃদ্ধি, ব্লাড গ্রুপিং, ভ্যাকসিনেশন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সারাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাসরোধে সচেতনতা-করণীয়, গ্রাম ডাক্তারদের জরিপ, সু-স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পে জেলা/ উপজেলা/ইউনিয়ন ভিত্তিক জরুরি ভিত্তিতে দক্ষ নারী-পুরুষ নিম্মাক্ত পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হল। বয়স সর্বোচ্চ ১৮-৪৭ বছর। অভিজ্ঞ-অনভিজ্ঞ যে কোন ব্যক্তি দরখাস্ত করতে পারেন।
ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন+টি.এ/ডিএ অন্যান্য ভাতা |
০১ | স্বাস্থ্যসেবা প্রমোশন অফিসার (পুরুষ-মহিলা) | ৭২০ জন |
এসএসসি/এইচএসসি সমমান পাশ |
১২,০০০/- |
০২ | রিসিভসনিষ্ট (মহিলা) | কিছু সংখ্যক | এসএসসি/এইচএসসি
সমমান পাশ |
৯,০০০/- |
শর্তাবলী :
নিজ নিজ উপজেলায় চাকুরি।
প্রার্থীকে সাইকেল/মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
২ নং পদের জন্য ইন্টারনেট ও কম্পিউটার চালনায় দক্ষ অপারেটরকে অগ্রাধিকার হবে।
খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দেয়া হবে।
কোন প্রকার অগ্রিম জামানত নেয়া হবে না।
চাকুরির ক্ষেত্রে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল। মৌখিক পরীক্ষায় ভাল করলেই চাকুরি নিশ্চিত।
দক্ষতার সাথে নিয়ম মাফিক কাজ করলে আরও বেতনের সাথে বোনাস পাবেন ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ইনসেনটিভ)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সদর, দিনাজপুর শাখা, দিনাজপুর- বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র, এর অনুকূলে ২০০/- ( দুইশত ) টাকার ব্যাংক ড্রাফট দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।
আগ্রহী প্রার্থীরা দরখাস্তের সাথে খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা ২ কপি পাসপোট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩০/১২/২০২০ খ্রীঃ, বুধবার বিকাল ৫টার মধ্যে সরাসরি/ডাকযোগ/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীকে মোবাইল ফোনে/এসএমএস-এ মৌখিক পরীক্ষার সময় সূচি জানিয়ে দেয়া হবে। কোন প্রকার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং সেই দিন টিএ/ডিএ প্রদান করা হবে না।
দরখাস্ত পাঠানোর শেষ তারিখ : ৩০ ডিসেম্বর-২০২০, রোজ বুধবার (বিকাল ৫টা পর্যন্ত)
সূত্র : সাপ্তাহিক কর্মসন্ধান, তারিখ : ১৩-১২-২০২০
আবেদন পাঠানোর ঠিকানা——–
মানব সম্পদ বিভাগ (প্রশাসন),
Alpha H & E Development Ltd.
মোমিনুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ (২য়তলা),
কালিতলা, সদর, দিনােজপুর।
website :- www.bttdc.org, www.vdoctors.org