বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2021

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের একটি আধাসামরিক সংস্থা। এর কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত।সম্প্রতি  বর্ডার গার্ড বাংলাদেশ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।

১।পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল পাশ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা:  ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাক।

২।পদের নাম: মােয়াজ্জিন (পুরুষ)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: আলিম পাশ।
অন্যান্য যোগ্যতা:  ন্যূনতম ০২  বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাক।

৩।পদের নাম: অফিস সহকারী (পুরুষ)
পদ সংখ্যা: ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমান পাশ।
অন্যান্য যোগ্যতা: প্রতি মিনিটে কম্পিউটারে ইংরেজি টাইপিং গতি ৩০ শব্দ এবং বাংলা টাইপিং গতি ২০ শসহ এমএস ওয়ার্ড
বেতন স্কেল: ৯,০০০-২২,৪৯০ টাকা।

৪।পদের নাম: মিডওয়াইফ (মহিলা)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমান পাশ।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

৫।পদের নাম: টেইলর (পুরুষ)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি /সমান পাশ।
অন্যান্য যোগ্যতা: পেশাগত কাজে ন্যুনতম ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে www.goodjobbd.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। বিজিবি জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।

বিজিবি  নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2021 1
Skzuxkl
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)তে নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular 2021 2
F4d20fo

Source: Bangladesh Pratidin, 15 January 2020

Registration Deadline: 22 January 2021

অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd

Download Full Image Circular

Border Guard Bangladesh (BGB) Civil Job Circular 2021

শারীরিক যােগাতা:
উচ্চতা:
পুরুষ: প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার (৫’ – ০”)।
মহিলা: প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার (৪’ – ৮”)।

ওজন:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি|তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কমবেশী ছবে।

বুকের মাপ:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: ৮১.২৮ – ৮৬.৩৬ সেঃ মিঃ (৩২” – ৩৪”)।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: ৭৬.২০ – ৮১.২৮ সেঃ মিঃ (৩০” – ৩২”)।
উভয় ক্ষেত্রে সম্প্রসারণ: ৫.০৮ সেঃ মিঃ (২” কমপক্ষে)।

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

বয়স:
ক। অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ০২-৬-১৯৯১ হতে ০১-৬-২০০৩ এর মধ্যে হতে হবে)।

খ। বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৬-২০১৬ এবং মহিলা ০২-৬-২০১০ তারিখের পরে হতে হবে)।

গ। অবিবাহিত মুক্তিযােদ্ধার সম্ভান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ০১-০৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ০২-৬-১৯৮৯ হতে ০১-৬-২০০৩ এর মধ্যে হতে হবে)।

ঘ। বিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সম্তানের সন্তানদের বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্র ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৬-২০১৪ এবং মহিলা ০২-৬-২০০৮ তারিখের পরে হতে হবে)। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.