টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি।টিএমএসএস সুবিধাবঞ্চিত, বৈষম্যহীন, অবহেলিত, শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণের জন্য অস্তিত্ব নিয়ে আসে। মৌলিক মানব প্রয়োজনগুলির মধ্যে চিকিৎসা সুবিধা সর্বাধিক গুরুত্বপূর্ণ।সম্প্রতি টিএমএসএস জব সার্কুলার প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
১।পদের নামঃ Assistant Chief
পদের সংখ্যাঃ ০২।
শিক্ষাগত যোগ্যতাঃ MBA
বেতনঃ ৩৬,৬৩০
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে www.goodjobbd.com । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Source: Prothom Alo, 16 February 2021
Application Deadline: 31 March 2021
আবেদন করতে ভিজিট করুনঃ tmssmedicalcollege.com
শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণকে ০১ ও ০২নং পদের জন্য TMSS এর ওয়েব সাইট tmss-bd.org-এর Career অপশন হতে “Job Application Form” ডাউনলােড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭নং পদের জন্য সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের
TMSS NGO Job Circular
সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মােবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে।
২। বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক ০১, ০২, ০৩, ০৪ ও ০৭নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০৫ ও ০৬নং পদের প্রার্থীগণকে নিম্নবর্ণিত যে কোন ঠিকানায়
আগামী ৩১/০৩/২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র পৌছাতে হবে। যে সকল প্রার্থীগণ বৃগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রাড,
tmss new job circular 2021
বগুড়া-৫৮০০ অক্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থীগণ রাজশাহী , চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস রাজশাহী ডােমেইন অফিস, রােড নং-০৩,
বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী অক্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থীগণ রংপুর, লালমনিরহাট , কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস রংপুর ডােমেইন অফিস, আর. কে রােড়,
ঘাঘটপাড়া, দর্শণা , রংপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থীগণ দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস দিনাজপুর ডােমেইন অফিস, নিমনগর,
বালুবাড়ী (নাজমা কিন্ডার গার্ডেন স্কুলের পার্শে), দিনাজপুর সদর, দিনাজপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থীগণ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মু্সিগঞ্জ, কিশােরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬ অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
টি এম এস এস নিয়োগ
যে সকল প্রার্থীগণ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী ও নােয়াখালী জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস চট্টগ্রাম ডােমেইন অফিস, ৫৪৯ ডি টি রােড, আব্দুল আলীর হাট, অলংকার মাড়, পাহাড়তলী, চট্টগ্রাম অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থীগণ কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস কুমিল্লা ডােমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ সদর, সদর দক্ষিন, কুমিল্লা অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থীগণ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বি-বাড়িয়া জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস সিলেট ডােমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থীগণ বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরােজপুর, পটুয়াখালী, ভােলা, মাদারীপুর, ফরিদপুর ও শরিয়তপুর, জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস বরিশাল ডােমেইন অফিস, সরদার মঞ্জিল, সি এ্যান্ড বি রােড, বৈদ্যপাড়ার মােড়, বরিশাল অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
টিএমএসএস এনজিও জব সার্কুলার
যে সকল প্রার্থীগণ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশাের, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস যশাের ডােমেইন অফিস, তাবলীগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা#৯/৪, নিউমার্কেট উপশহর, যশাের অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
TMSS Job Circular 2021
দেশের তৃণমূল পর্যায়ের ব্যাপক বিকাশের জন্য তিন দশকের হাজার হাজার নামকরা এনজিওর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও, এনজিওর প্রাপ্তি অর্থনীতিবিদদের অনেকের কাছেই সাফল্য এবং তুচ্ছ হিসাবে দেখা গিয়েছিল কারণ পশ্চাদপদ এবং সামনের যোগসূত্র এবং সুযোগের অভাব ছিল। টিএমএসএস একটি অলাভজনক সংস্থা এবং এই সংস্থার দর্শন জনহিতকর।
টিএমএসএসের লক্ষ্য অর্জনে এবং মূল দর্শনের অর্জনে সমস্যাগুলি সমাধান করার জন্য, টিএমএসএস তিনটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, একটি নার্সিং কলেজ, তিনটি মেডিকেল সহকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য খাতে তার প্রচেষ্টাতে অবদান রাখার জন্য যে মহৎ প্রতিশ্রুতি দিয়েছে স্কুল, দুটি কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, একটি আয়ুর্বেদিক ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ যা সরকার অনুমোদিত। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।