২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে অনলাইনে। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, এবারও শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও নম্বরের ভিত্তিতে সরকারি-বেসরকারি কলেজে ভর্তি করা হবে। ৮ ডিসেম্বর অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: অনলাইন আবেদন ৮-১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির কলেজ ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণের তারিখ প্রকাশ করা হয়েছে। ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হবে।
১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায়, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচি সহ ভর্তির সকল বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বরাবরের মত এবারও দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের পর ভর্তিচ্ছু শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীর নির্বাচন করা হবে।
অনলাইনে ভর্তি আবেদনের ঠিকানা: http://xiclassadmission.gov.bd
উপরোক্ত শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি আবেদন, রেজাল্ট ও কলেজ নিশ্চায়নের সকল তথ্য পাওয়া যাবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের তারিখ
কলেজের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ও কলেজের আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
২০২০. ২০২১ ও ২০২২ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
তবে কোন কলেজে ভর্তি আবেদন করতে গেলে, সে কলেজের চাহিদাকৃত সর্বনিম্ন জিপিএ থাকতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কলেজে ভর্তি আবেদনের জন্য সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন হবে তা আগে থেকে জেনে নিতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।