নভেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর

নভেম্বর এমপিও ২০২২ (November MPO 2022): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বেতন-ভাতার আপডেট খবর জানুন।

নভেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতনের খবর

এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিও ও বেতন-ভাতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তর সমূহ বেসরকারি এমপিও প্রতিষ্ঠানের নভেম্বর মাসের এমপিও প্রকাশের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।

এরই মধ্যে ২৯ নভেম্বর, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক হস্তান্তর ও এমপিও সীট প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ১ ডিসেম্বর, স্কুল-কলেজের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নভেম্বরে এমপিও’তে স্কুল-কলেজের ৪ হাজার ৩৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। সাথে ১৮ হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৪৪৬ জনকে বিএড স্কেল প্রদান করা হয়েছে।

এছাড়া এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, প্রতি দুই মাস পরপর নতুন নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীগণ এমপিওভুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন। সাথে ইনডেক্সধারী শিক্ষকগণের বিএড স্কেল, উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ বিভিন্ন স্কেল প্রাপ্তির সুযোগ ঘটে।

 

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক ছাড়

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২৯ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নভেম্বর মাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

 

নভেম্বর মাসের বেতনের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২৫৬ তারিখ ২৯-১১-২০২২ খ্রি.।

 

নিচের লিংক থেকে মাদ্রাসার নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1saejdikpA5kgP3Rmzp_zAdD6FbMDaeZx?usp=share_link

মাদ্রাসার নভেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তরের নোটিশ দেখুন।

মাদ্রাসার নভেম্বর মাসের বেতন ২০২২

স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হন্তান্তর করা হয়েছে।

 

 

১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে, স্কুল-কলেজের নভেম্বরের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করা হয়। সাথে এমপিও শিটের কপি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ নভেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নভেম্বরে নতুন করে ৪ হাজার ৩৪৪ জনকে এমপিওভুক্তি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৪৪৬ জনকে বিএড স্কেল প্রদান করেছে।

স্কুল-কলেজ নভেম্বর এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/১০০৯৪/৪ তারিখ : ০১-১২-২০২২ খ্রি.।

স্কুল-কলেজের নভেম্বর মাসের বেতন ২০২২

নিচের লিংক থেকে স্কুল-কলেজের নভেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1D3qZHmG-CPa8Rs5c-vl16kMZqspN_7fp?usp=share_link

 

উপরের গুগল ডাইভ ফোল্ডারে দেশের সকল এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও শিট আছে। আপনার প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত এমপিও শিট খুঁজে নিন।

 

November MPO 2022: কারিগরি শিক্ষকদের এমপিও আপডেট খবর

নভেম্বর মাসের বেতন-ভাতা ছাড় ও এমপিও প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে কারিগরি অধিদপ্তর। ইতোমধ্যে এমপিও আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে।

এখন এমপিও সভা শেষে তা অনুমোদন ও বেতন-ভাতা ছাড়ের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এমপিও শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের নভেম্বর মাসের বেতন-ভাতা হস্তান্তরের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.