সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৩: ১ম-৯ম শ্রেণিতে আবেদন ফরম পূরণ

সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৩: মাধ্যমিক বিদ্যালয়ের ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। ভর্তির আবেদন চলবে ৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। ১০ ডিসেম্বর ভর্তি লটারির রেজাল্ট প্রকাশ করা হবে।

এ বছরের ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী বছরের জানুয়ারি মাসের ১ তারিখ হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

অনলাইনে স্কুলের ভর্তি আবেদন গ্রহণ ও লটারি রেজাল্ট প্রকাশ করা হবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

একই সাথে দেশের নির্বাচিত বেসরকারি স্কুলের ভর্তি লটারির আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৩: ১ম-৯ম শ্রেণির ভর্তি আবেদন ফরম পূরণ নিয়ম

২০২৩ সালের সরকারি মাধ্যমিক স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া, লটারির প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

বিগত সালের মত এবারও লটারির ফলাফলের মাধ্যমে, শিক্ষার্থীদের নির্বাচন করে মাধ্যমিক স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে।

নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তির জন্য পরীক্ষা দিতে হবে না। শুধু ভর্তির আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য হতে লটারির মাধ্যমে নির্বাচিতদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে সরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ও অনলাইনে আবেদন ফরম পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

২০২৩ সেশনের মাধ্যমিক স্কুলের ভর্তি আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

অনলাইন নির্বাচিত শিক্ষার্থীদের লটারির রেজাল্ট ১০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। মেধা ও অপেক্ষমান-দুই তালিকা এক সাথে প্রকাশ করা হবে।

২৮ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন বছরের প্রথম দিন থেকে নতুন বই প্রদান সহ শ্রেণি শিক্ষা-কার্যক্রম শুরু হবে।

১৪ নভেম্বর তারিখে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমিক স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সাথে বেসরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া চলমান আছে।

২০২৩ সালের সরকারি স্কুল ভর্তি লটারি আবেদন ফরম পূরণ ও ভর্তির তারিখ

২০২৩ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তি বরাবরের মত লটারিতে করা হবে। চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি ১৪ নভেম্বর তারিখে প্রকাশ করা হয়েছে।

প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের, ১৬ নভেম্বর সকাল ১১:০০টা হতে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণ করা যাবে ৬ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ বিকাল ৫:০০টা পর্যন্ত।

অনলাইন ভর্তি আবেদন ফি ১১০/= টাকা। শুধুমাত্র টেলিটক মোবাইল এসএমএস এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এই ফি পরিশোধ করে সর্বোচ্চ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।

লটারির মধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে, সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর তারিখে।

২৮ ডিসেম্বরের মধ্যে স্কুল ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। ১লা জানুয়ারি থেকে বই উৎসবের মধ্য দিয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নতুন শ্রেণির ক্লাস শুরু হবে।

অনলাইনে স্কুল ভর্তির আবেদন ও লটারি রেজাল্ট জানার ঠিকানা: http://gsa.teletalk.com.bd

২০২৩ সালের সরকারি স্কুলে ভর্তি লটারি রেজাল্ট জানা যাবে যেভাবে

শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মত অনলাইনে সরকারি স্কুল ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন সম্পন্ন হলে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনলাইনে এই লটারি প্রক্রিয়া ১০ ডিসেম্বর তারিখে প্রকাশ করা হবে।

ভর্তি লটারি রেজাল্ট প্রকাশ হলে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে, স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধান ভর্তি ওয়েবসাইটে হতে রেজাল্ট জানতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি ওয়েবসাইট থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রেজাল্ট জানা যাবে।

সরকারি মাধ্যমিক স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি PDF ২০২৩

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তির পিডিএফ কপি ১৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। সাথে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়।

সকল শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তাই কোন শিক্ষার্থীকে ভর্তির জন্য কোন পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে না।

সরকারি স্কুলে ভর্তির জন্য বিগত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করে ভাগ্যের উপর নির্ভর করতে হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে লটারির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

২০২৩ সালের সংশোধিত ভর্তি নীতিমালায়, শিক্ষার্থীর ভর্তির সময়ে শিক্ষার্থীর ন্যূনতম বয়স কত হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

শিক্ষা অধিদপ্তরের অধিন সরকারি মাধ্যমিক স্কুল ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

সরকারি মাধ্যমিক স্কুল ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

সরকারি স্কুল সমূহে অনলাইনে ভর্তির জন্য, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

এরপর টেলিটক প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে ১১০/= টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা: http://gsa.teletalk.com.bd

উপরোক্ত ঠিকানায় গিয়ে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পর ইউজার আইডি পাওয়া যাবে।

এই ইউজার আইডি ব্যাবহার করে আবেদন ফি মোবাইল এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।

২০২৩ শিক্ষাবর্ষের স্কুল ভর্তি আবেদন (একসঙ্গে ৫টি স্কুল) ফি ধরা হয়েছে ১১০/ (এক শত দশ) টাকা।

আবেদনের প্রক্রিয়া ও ফি জমাদানের বিষয়ে বিস্তারিত জানুন, নিচের যুক্ত অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশাবলী থেকে।

অনলাইনে স্কুলের ভর্তি আবেদন করার নিয়ম ২০২৩

সরকারি স্কুল ভর্তি আবেদনের নিয়মাবলী ২০২৩

স্কুল ভর্তির নির্দেশাবলী সম্বলিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে, সঠিক তথ্য ও ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন করুন।

কোন বিষয় বুঝতে সমস্যা হলে আমাদের প্রশ্ন করুন।

বিডি এডুকেটর কর্তৃপক্ষ, ২০২৩ সালের স্কুল ভর্তি লটারি প্রক্রিয়া সম্পর্কে নতুন কোন তথ্য পেলে প্রতিবেদনটিতে যুক্ত করবে।

তাই মাধ্যমিক স্কুল ভর্তির বিষয়ের আপডেট খবর পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

তথ্যসূত্র:

শিক্ষা মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.