DPE Notice সরাসরি দেখতে Directorate of Primary Education-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট www.dpe.gov.bd এর নোটিশ বোর্ডে চোখ রাখুন।
সদ্য সংবাদ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিকের শিক্ষক নিয়োগ রেজাল্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
DPE Notice (www.dpe.gov.bd) Primary Education Notice দেখার নিয়ম জানুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। প্রাথমিকের পাঠ্যসূচি প্রণয়ন সহ শিক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী পরিচালনা করে এই অধিদপ্তর। দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদায়ন ও অন্যান্য কার্যাবলী এই অধিদপ্তর থেকে পরিচালিত হয়।
এই প্রতিবেদন কিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে নোটিশ দেখা যাবে তার সচিত্র বর্ণনা পাওয়া যাবে।
সদ্য খবর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার রুটিন ও মূল্যায়ণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নিচের প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত জানুন।
২০২২ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
প্রাথমিক ছুটির তালিকা ও স্কুলের পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
Directorate of Primary Education (DPE) কী?
Directorate of Primary Education (DPE), বাংলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রাশিঅ) হলো, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর অধিন একটি অধিদপ্তর।
সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর লক্ষ্য (Vision)।
প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে, সকল শিশুর জন্য একীভূত ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণই এর উদ্দেশ্য (Mission)।
DPE – Directorate of Primary Education কোথায় অবস্থিত?
Directorate of Primary Education (DPE) – প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রাশিঅ): বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর ২ এ অধিদপ্তরটি অবস্থিত।
- অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট এর ঠিকানা: www.dpe.gov.bd
- ফ্যাক্স- 02-9038122
- ইমেইল: [email protected]
DPE – Directorate of Primary Education এর প্রধান কার্যাবলী কী কী?
Directorate of Primary Education (DPE) এর প্রধান কার্যাবলী হলো-
- প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
- প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন।
- প্রাথমিক শিক্ষা স্তরের পাঠ্যবইয়ের পাঠ্যসূচি ও পাঠ্যক্রম তৈরী, মুদ্রণ এবং বিতরণ।
- প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপরোক্ত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে, প্রশাসনিক আদেশ, বিজ্ঞপ্তি ও পরিপত্র/প্রজ্ঞাপন জারি করে থাকে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষার সকল বিষয়ই এই অধিদপ্তর দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে।
অধিদপ্তর এর গুরুত্বপূর্ণ কার্যক্রম সমুহ, যেমন- অফিস আদেশ, বিজ্ঞপ্তি ও পরিপত্র এর দাপ্তরিক ওয়েবসাইট, www.dpe.gov.bd এর Notice Board এ প্রকাশিত হয়।
DPE Notice – Primary Education Notice কী?
DPE Notice হলো, Directorate of Primary Education (DPE) এর দাপ্তরিক ওয়েবসাইট www.dpe.gov.bd এর Notice Board পাতায় প্রকাশিত অফিস আদেশ, বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন সমূহকে বোঝায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর দৈনন্দিন কার্যক্রমের বিবরণ DPE Notice Board এ পাওয়া যায়।
DPE Notice – Primary Education Notice কোথায় ও কীভাবে দেখবেন?
DPE Notice সরাসরি মোবাইল অথবা কম্পিউটারে দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: www.dpe.gov.bd।
ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে, অ্যাড্রেসবারে ওয়েবসাইটের উপরোক্ত ঠিকানাটি লিখে ব্রাউজ করুন।
Directorate of Primary Education এর হোমপেজ ওপেন হলে নিচের ছবির মত অপশনটি খুঁজুন। এই অপশনটি হোমপেজের প্রথমেই দেখতে পাবেন।
উপরের ছবির মত নোটিশ বোর্ড অপশনটি ভালোভাবে লক্ষ্য করুন। সাইটের ভাষা বাংলা হলে নোটিশ বোর্ড আর ইংরেজী নির্ধারণ করা হলে Notice Board লেখা থাকবে। এবার নোটিশ বোর্ড লেখা অপশনের নিচের দিকে লক্ষ্য করুন।
যদি এখানে আপনার প্রয়োজনীয় নোটিশটি না পান, তাহলে নোটিশ বোর্ড অপশনের শেষে ডান দিকে, সকল বা All লেখা অংশটি খুঁজে বের করে এখানে ক্লিক করুন।
অথবা সরাসরি সংযুক্ত লিংক ব্রাউজ করুন: www.dpe.gov.bd/site/view/notices
ব্রাউজারের ভিন্ন ট্যাবে দিন ও তারিখ এর ক্রমানুসারে, অধিদপ্তরের সকল নোটিশ এখানে দেখতে পাবেন। এর মধ্য থেকে আপনার প্রয়োজনীয় নোটিশের লিংকের উপর ক্লিক করুন।
DPE Notice – Primary Education Notice কীভাবে ডাউনলোড করবেন?
DPE Notice Board এ প্রকাশিত কোন নোটিশ ডাউনলোড করার প্রয়োজন হলে, ডান দিকের Download লেখা PDF আইকন লিংকটিতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারে উক্ত ফাইল ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোডকৃত ফাইল PDF ফরম্যাটে হলে একে দেখতে আপনার মোবাইল অথবা কম্পিউটারে অ্যাডবি রিডার সফটওয়ার প্রয়োজন হবে।
DPE News দেখতে, উপরে ছবির মত হোমপেজের প্রথম অপশন নোটিশ বোর্ড এর শেষ দিকে খবর লেখা অংশটি ভালোভাবে লক্ষ্য করুন। সাইটের ভাষা বাংলা হলে খবর আর ভাষা ইংরেজী হলে News লেখা দেখতে পাবেন।
এখানে কয়েকটি খবর নিচ থেকে উপরের দিকে ক্রল হচ্ছে। এবার আপনার প্রয়োজনীয় খবরটি দেখতে পেলে খবরের লিংকের উপর ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে খবরটি দেখতে পাবেন।
যদি আপনার প্রয়োজনীয় খবরটি এখানে না থাকে তাহলে ডান দিকে সকল বা ইংরেজী ভাষা নির্ধারণ করা থাকলে All লেখা দিকে লক্ষ্য করুন।
এখানে ক্লিক করলে সমস্ত খবর বা News, প্রকাশের দিন ও সময়ের ক্রমানুসারে দেখতে পাবেন। প্রয়োজনীয় খবরটির উপর ক্লিক করুন। আপনার কাঙ্খিত খবর দেখতে পাবেন।
সকল খবর দেখতে সংযুক্ত লিংকটি ব্রাউজ করুন: www.dpe.gov.bd/site/view/news
ব্রাউজারের ভিন্ন ট্যাবে খবরের পাতাটি ওপেন হলে, দিন ও তারিখ অনুযায়ী সকল খবর দেখতে পাবেন।
কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারে খবরটি ডাউনলোড হয়ে যাবে।
DPE Notice – অফিস আদেশ, প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি কোথায় দেখবেন?
DPE Office Order – অফিস আদেশ Notification – প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি দেখতে প্রথমত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট www.dpe.gov.bd যান।
অধিদপ্তর এর হোমপেজে নোটিশ বোর্ড এর নিচে তথ্য ও সেবা অপশনটি খুজে বের করুন। নিচের ছবির মত একটি অপশন দেখতে পাবেন।
এই অপশনটিতে চারটি লিংক আছে। দ্বিতীয় ও চতুর্থটিতে অধিদপ্তর এর অফিস আদেশ ও প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
যদি আপনি অধিদপ্তর কর্তৃক প্রকাশিত অফিস আদেশ দেখতে চান তাহলে তীর নির্দেশীত আদেশ লিংকটিতে ক্লিক করুন।
অথবা সংযুক্ত লিংকটি ব্রাউজ করুন: www.dpe.gov.bd/site/view/office_order/Office-Order
ব্রাউজারের ভিন্ন ট্যাবে অফিস আদেশ শিরোনামের পাতাটি ব্রাউজারে লোড হলে, দিন ও তারিখের ক্রমানুসারে সকল অফিস আদেশ দেখতে পাবেন।
এবার আপনার প্রয়োজনীয় লিংকটিতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত অফিস আদেশটি দেখতে পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেখতে তীর নির্দেশীত প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি লিংকটিতে ক্লিক করুন।
অথবা www.dpe.gov.bd/site/view/notification_circular/Circular-notification লিংকটি ব্রাউজ করুন।
ব্রাউজারের ভিন্ন ট্যাবে প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি পাতাটি লোড হলে, দিন ও তারিখের ক্রমানুসারে সকল প্রজ্ঞাপন দেখতে পাবেন।
এখানে আপনার প্রয়োজনীয় লিংকটিতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত প্রজ্ঞাপন দেথতে পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও রেজাল্ট কোথায় দেখবেন?
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নোটিশ বোর্ডে, প্রাথমিক শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী ও রেজাল্ট প্রকাশিত হয়। তাই এ বিষয়ের সকল তথ্য দেখতে অধিদপ্তর এর নোটিশ বোর্ডে চোখ রাখুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের যাবতীয় কার্যক্রম যেহেতু উক্ত অধিদপ্তর সম্পন্ন করে, সেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও এর রেজাল্ট সম্পর্কীয় তথ্য এখান থেকে জানা যাবে।
লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, ফেসবুক ও টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।
তথ্যসূত্র: